কবি'-শরিফা খাতুন
অসুস্থ নগরির সুস্থ মানুষ হওয়াটা কি সাদ্ধের মাঝে আছে এখনো?
এখনো কি সুস্থ মস্তিষ্ক নিয়ে বাঁচা যায়?
আমি আকাশ প্রাণে মুগ্ধ নয়নে তাকাই!মেঘ!তুমি সুস্থ এখনো?
নিজেকে হওয়ায় মেশাই! বাতাস তুমি সুস্থ কি?
গোলাবারুদের উচ্চ শব্দ! ধ্বংসস্তুপের আত্ম চিৎকার! এতেও কি তোমরা সুস্থ থাকতে পারো?
আকাশে বাতাসে, ধুলোয় মিশে আছে হাজারও আহাজারি!
আচ্ছা! বাস, টাক,আবার ট্রেনেও আগুন!
কতো মানুষ দেহে নয়তো, মনে মরছে ভাব কি তুমিও?
জীবন নাশের আশঙ্কা ফেলে বাইরে বেরিয়ে এই নগরীর মানুষ কে সুস্থ রাখা মানুষ গুলোকে দেখেছো কখনো?
দেখেছো তাদের লাশ!!!তাদের পেটের দিকে তাকিয়েছি কখনো?
তাদের যে সংসার থাকে কখনো কি উপলব্ধি করো?
শীতের সকালে কাঁপা হাতে রিকশার হ্যান্ডেল,
পেটে ক্ষুধা ! আর মনে কখন যে কি হয়! এই চিন্তিত মুখ দেখেছো কোনদিন?
একবার কি তাদের ছুঁয়েছা?
হরতাল, অবরোধ! এর শাস্তি পাওয়া মানুষ গুলোকে দেখেছো কখনো?
তোমার জন্য হরতাল! আর তুমি দিচ্ছো হরতাল!
এতে তোমাদের কি?
যাদের যাওয়া যাচ্ছে তাদের! শূন্য হচ্ছে বুক!
আশংকায় আজ পালিয়ে যাচ্ছে শারিরীক অসুখ!
কখন যে কি হয়!
গোলাবারুদের ঝাঝালো তেজে আজ স্তব্ধ সব!
বাঁচাও! বাঁচাও! চিৎকার-চেঁচামেচিতে তোমরা কি আসছো কখনো?
সুস্থ আছো তোমরা! আজও কি সুস্থ এ নগরি?
তোমাদের নাশকতার শিকার যারা, তারা কি মানুষ?
তোমরা কি মানুষ ভাবো তাদের?
নাকি নিজেদের বলির পাঠা ভেবে হাসো আড়ালে!?
যাচ্ছে যাক!
ওরা তো সাধারণ! নিজের পেটের দিকে তাকিয়েছি কখনো?
না খেয়ে ক্ষুধার শাস্তি পেয়েছে অভাবে?
তোমরা কি থামতে পারোনা বলো?
এই নগরীকে সুস্থ করতে পারোনা সবাই?
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত