শোয়েব মাহমুদ,স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজে এস এস সি -২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ( ১১ই ফেব্রুয়ারি) সকাল ১১:০০ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের ভিতরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র হাতে তুলে দেন এবং বিদায় শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রতিবছরের মতো এবছর জেনারেল বিভাগ হতে মোট ১২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।
এসময় ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি জনাবঃ শাহ্ মাজমুল হক মাসুম (চাঁন ময়না) এর সভাপতিত্ব করেন।
মিলাদ মাহ্ফিল পরিচালনায় ছিলেনঃ হযরত মাওঃ মোঃ আলাউদ্দিন সাহেব, ধর্মীয় শিক্ষক, ফতেপুর ময়নার হক স্কুল এন্ড কলেজ এবং ওয়াজ ফরমাইবেনঃ হযরত মাওঃ মোঃ শামছুল আলম সাহেব, ইমাম, ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাবঃ গৌর চন্দ্র সরকার, সাংবাদিক লুৎফর রহমান অরেঞ্জ, সাংবাদিক মোঃ আসিফ মিয়া এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ বিদায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে সকল শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত