মোঃ তৌফিকুর ইসলাম বিশেষ প্রতিনিধিঃ- আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রাম এর অন্তর্গত আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার (১১ফেব্রয়ারি ) বিদ্যালয় মিলন আয়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন হিরু এর সভাপতিত্বে। সিনিয়ার শিক্ষক রুহুল আমিন হাওলাদারের এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
তিন নং আঠারোগাছিয়া ইউনিয়ন এর বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম রিপন,তিনি দরিদ্র ছাত্র ছাত্রি দের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন পরীক্ষার্থীদের বিদ্যালয়ে হতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়ার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মোঃ মিজানুর রহমান দাতা সদস্য আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। তিনি সভাপতি মহোদয়ের নানাবিধ অগ্রগামী কর্মকান্ডের এগিয়ে যাবে এই বিদ্যালয় এই আশাবাদ ব্যক্ত করেন, ও শিক্ষার্থী অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য গাজী মোঃ আনোয়ার হোসেন তিনি বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করেন। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ম্যানেজিং কমিটির সদস্য ড.মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন হিরু বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন, এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রগতি নানাবিধ বিষয় উদ্যোগ গ্রহণের আলোচনা করেন।
তিনি আরো বলেন প্রতিটি শিশুই আমার সন্তান তাই আমি চাই কোন শিশু যেন দারিদ্রতার কষাঘাতে শিক্ষা থেকে বিচ্যুত না হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কোন শিশু অর্থ সংকটে থাকলে তার শিক্ষা নিশ্চিত করতে আমিও আমার প্রতিষ্ঠান সর্বদা সহযোগিতা করবো।
এবং শিক্ষার্থীরদের উদ্দেশ্যে তিনি বলেন আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়টি যেন, আমতলী উপজেলা ভিতর একটি উল্লেখযোগ্য বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি। তার জন্য আমি ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি। এছাড়াও তিনি বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনার মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আয়োজকদের বলায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক অধ্যায়েররত ছাত্র আমতলী উপজেলা প্রেসক্লাবের এর সহ-প্রচার সম্পাদক, তরুণ সাংবাদিক মোঃ তৌফিকুর ইসলাম ।
তিনি শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে কথা বলার সাথে সাথে শিক্ষকদের গঠনমূলক সমালোচনা সুচক বক্তব্য প্রদান করেন।
সভাপতি মহোদয় নিজ বক্তব্যে তার প্রশ্ন খন্ডন করেন। এ সময়ের বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান প্রমু উল্লেখ্য, আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত