শোয়েব মাহমুদ,স্টাফ রিপোর্টার:- ১১ই ফেব্রুয়ারি আলহাজ্ব শফিউদ্দীন মিয়া এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি ভোকেশনাল ২০২৪ এর বিদায়ী দোয়া মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ জনাব মোঃ মোশাররফ হোসেন স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা সালমা আক্তার শিমু, মেয়র মির্জাপুর পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিউদ্দিন মিয়া, দাতা অত্র প্রতিষ্ঠান। মোহাম্মদ সালাউদ্দিন বাবর, ব্যবস্থাপনা কমিটির সদস্য অত্র প্রতিষ্ঠান। জনাব মোঃ জাকির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য অত্র প্রতিষ্ঠান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারগানা শফি সুভন , বিশিষ্ট ব্যবসায়ী।
এছাড়াও আলহাজ্ব শফিউদ্দিন মিয়া এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য উপস্থিতিতে প্রতিষ্ঠান মাঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ ধারণ করে।
উক্ত অনুষ্ঠানে খেলাধুলা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ সহ গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত