নাবিলা শারমিন,বিশেষ প্রতিনিধি:- আজ ১১রই ফেব্রুয়ারী রোজ রবিবার।নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশ এর ঢাকা স্হায়ী কার্যালয়ে ৬০২ ব্যাচ এর প্রশিক্ষণ শেষ সমাপনী অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন -ঢাকা বোর্ড এর স্হায়ী কার্যালয়ের পরিচালক( হযরত মাওলানা হাফেজ ওলীউল্লাহ দাঃবাঃ)।
প্রধান অতিথি হিসেবে- বক্তব্য রাখেন-- চট্টগ্রাম বোর্ড এর সিনিয়র প্রশিক্ষক (হযরত মাওলানা কামরুল ইসলাম দাঃ বাঃ) এছাড়াও বক্তিতা করেন সিনিয়র প্রশিক্ষক (হযরত মাওলানা কাজী হাসান সাহেব দাঃ), হযরত মাওলানা হাফেজ শাফায়াতুল্লাহ।
মাওলানা শামিম আহমেদ, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মহিউদ্দিন কামাল, ইসমাইল প্রমুখ।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত