রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:- আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী জাতীয় সংস্থা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর ট্রেজারার নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান।
পেশাগত জীবনে বর্তমানে তিনি একজন ব্যাংকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ, যমুনা ব্যাংক প্রধান কার্যালয়ে এফএভিপি পদে কর্মরত, Harulia IT Ltd.-এর নির্বাহী পরিচালক এবং SysDev Ltd.-এর পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
তিনি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান খানের দ্বিতীয় পুত্র, তাঁর বাবা অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও নেত্রকোণা জোনের ৪ বারের সিবিএ সভাপতি ছিলেন।
জানা যায় গত রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর ২০২৪-২০২৬ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ড. শরীফ জিহাদ প্যানেলকে পরাজিত করে ড. আরেফিন-ববী প্যানেল থেকে ট্রেজারার পদে নির্বাচিত হন শাহরিয়ার হোসেন খান।
এর আগে তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ২০২১-২০২৩ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন ।
এছাড়াও তিনি দি সিটি ব্যাংক Manager-MIS পদে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অফিসার পদে ও দেশের ঐতিহ্যবাহী সফটওয়্যার কোম্পানি IBCS-PRIMAX Software (Bd) Ltd.-এর ERP Programmer পদে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত ট্রেজারার মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান ড. আরেফিন-ববী প্যানেলের পক্ষে (বিসিএস) এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সকলের সমন্বয়ে নির্বাচনী ইশতেহার পরিপূর্ণভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিসিএস- এর সকল সদস্যগণ যথাযথভাবে বিশেষ অবদান রাখবেন বলে তিনি আশা করেন।
উল্লেখ্য বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংস্থাটির প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট ছিলেন বুয়েটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত