কবি'- বিথী চাকমা
স্বাধীনতা তোমাকে পেতে কতো মানুষ
বুকের তাজা রক্ত দিয়েছে ঢেলে ১৯৫২ সালে,
ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু করে
এদেশের নির্যাতন, বর্বরতা, একের পর এক হামলা
তোমাকে পেতে দুই লক্ষ মা বোনের ইজ্জত খুন্ন হয়েছে।
তোমাকে পাওয়ার আগে ঘুমিয়ে থাকা
নিরহ মানুষদের ২৫ শে মার্চ কালো রাতে
পশুরা হত্যা করে একে একে হাজারো মানুষকে।
জগন্নাথ হলে ঘুমিয়ে থাকা লোকদের আজও ঘুমের মধ্যে
রেখে দিয়েছে, চোখ মিলিয়া দেখার সময় যে দেয় না
কুপিয়ে হত্যা করে ,নিন্দ্রায় সাহিত করেছে শত্রুরা
যেন শকুনে ভাগারে পরিণত হয় বাংলাদেশ।
২৫ শে মার্চ শহিদদের রক্তের স্মৃতি,
আজও ভুলেনি বাঙ্গালী জাতি।সেই দিন
কালোরাতে শত্রুরা নির্বিচারে হত্যাকরে,
কালোরাতের দৃশ্য মার্কিন টেলিভিশন এনবিসির
চিত্রে ফুটে ওঠে, সারি সারি লাশ, ফুটে ওঠে
ঢাকা জন শূন্য পথ, ধ্বংস স্তব্ধ বাস্তুভিটার চারিদিকে
আহাজারি, শোকের ছায়া। স্বাধীনতা তোমাকে পেতে বুকে
তাজা রক্ত দিয়েছে ঢেলে, তুমি আবার ফিরবে বলে।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত