বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় গাছের ডাল ভেঙে পড়ে জোহর আলী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১০জুন) রাত ৯টার দিকে উপজেলার জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহত জোহর আলী উপজেলার উলাসি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রী স্টার ফল ভান্ডার নামের আমের আড়তে কাজ করতেন।
স্থানীয়রা জানান,জোহর আলী শার্শার বেলতলা আমের বাজারে আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। সারাদিন কাজ শেষে তিনি রাতে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো।পথিমধ্যে জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে পৌছালে হঠাৎ আকস্মিক ঝড়ে শিশু গাছের একটি বড় ডাল এসে জোহর আলীর ওপর পড়ে। ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,ডাল ভেঙ্গে পড়ে এক ব্যাক্তির নিহতের ঘটনাটি আমি শুনেছি।যেহেতু সড়কের দায়িত্ব হাইওয়ে পুলিশের। তারা ভাল বলতে পারবে।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত