বিশেষ প্রতিনিধি ঢাকা: - চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের হাসপাতালে রেখে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে আন্দালনকারীরা সচিবালয়ের ভেতর ঢুকে বিক্ষোভ করছে।
এর আগে তারা সকাল থেকেই সচিবালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশ করছিলেন।
সচিবালয় সূত্র জানায় , এভাবে বাইরে থেকে কোন আন্দোলনকারীদের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখানোর নজীর নেই। এমনকি ছাত্র জনতার আন্দোলনের সময়ও সচিবালয়ে এভাবে প্রবেশের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আন্দোলনকারীরা বলছেন, তারা পরীক্ষায় বসবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে থাকবেন তারা
কোটা সংস্কার আন্দোলনের কারনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা আর না দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
ফ্রেন্ডস বিডি মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক পরিচালিত