গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

কাজী রোকেয়া কেয়া,গাজীপুর টংগী প্রতিনিধি:- গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের ২৪ নং ওয়ার্ড শিমুলতলী (আর্মি ফার্মা ফ্যাক্টরী মাঠ প্রাঙ্গনে) ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
এতে মেসার্স নাওমী এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সভাপতিত্বে উদ্বোধন করেন এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রশীদ খান শিপু, ২৫ নং ওয়র্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান সরকার প্রমুখ।
মেসার্স নাওমী এন্টারপ্রাইজ আয়োজিত এ মেলাতে দেশীয় বিভিন্ন ধরনের পণ্যের স্টল ও প্যাভিলিয়ানে থ্রি পিস, প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা-কাপড়, ওয়ান পিস, ব্লেজার, জামদানি শাড়ি, কম্বল, চাদর ও কমমেটিক্স পাওয়া যাবে।
এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা, ট্রেন, জাম্পিং, স্লিপার, সার্কেসসহ নিত্য নতুন একাধিক ইভেন্ট স্টল বসেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।