ঝিনাইদহ সদরে বাড়ির প্রাচীর ভেঙ্গে লুটপাটের ঘটনায় মামলা, তুলে নিতে বাদির ভয়ভীতি প্রদর্শণ।
- আপডেট সময় : ০১:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদরে বাড়ির প্রাচীর ভেঙ্গে লুটপাটের ঘটনায় মামলা, তুলে নিতে বাদির ভয়ভীতি প্রদর্শণ।
এম.মাসুম আজাদ।
ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বাড়ীর প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির আসবাব পত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার প্রতিবাদে কোর্টে মামলা করেছে বাড়ির মালিক মৃত আঃ গফুর মন্ডলের ছেলে মতিয়ার রহমান (৫৫)।
মামলার সূত্র থেকে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে সোহাগ ও শান্তর নেতৃত্বে কয়েকজন যুবক বেলা দুইটার দিকে মতিয়ারের বাড়িতে হামলা করে বাড়ির আসবাব পত্র ভাংচুর করে ভয়ভীতি দেখিয়ে আলমারিতে রাখা ২লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশ থেকে লোকজন দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এবিষয়ে বাড়ির মালিক মতিয়ার বাদি হয়ে গত ১৫নভেম্বর একই গ্রামের ইয়াহিয়ার ছেলে সোহাগ (২৭), শান্ত (২২), ইসমাইল হোসেনের ছেলে ইয়াহিয়া (৫৫), বনী আমিনের ছেলে আসিফ (২২)সহ অজ্ঞাত আরও ৪/৫জনের নামে আইন শৃ্খংলা বিঘœকারীর অপরাধে (দ্রুত বিচার ২০০২) আইন ৪/২এর (অ) (১) /২এর আ (ই), (উ) ধারা মোতাবেক মামলা করে। এর আগে এই ঘটনায় থানায় অভিযোগ করার সত্যতা স্বীকার করেছে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন। মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছে বলেও জানান বাদি মতিয়ার রহমান। তিনি বলেন বাড়ি প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে যারা আমার বাড়িতে লুটপাট করেছে তাদের সেসব দৃশ্যের কিছুটা ভিডিও ধারণ করা আছে, আমি সঠিক তদন্ত পূর্বক দ্রুত বিচার আইনে এসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।