মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- মিরপুরে অদ্য ১৪ ডিসেম্বর শনিবার সকালে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ স্মৃতি এবং সকল শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বি এন পি সভাপতি জনাব আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিজুল ইসলাম মামুন, আরো উপস্থিত ছিলেন ৯১ নং ওয়ার্ড বি এন পি সাধারণ সম্পাদক জনাব আহসানুল্লাহ বাবুল।
প্রধান অতিথি জনাব আমিনুল হক শহিদ বুদ্ধিজীবী উদ্দেশ্যে স্মৃতিচারণ করে গিয়ে বলেন, এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
নয় মাস রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে,ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর,আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে।
এছাড়াও আরোও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবী,বীরমুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন বায়তুল জান্নাত জামে মসজিদের পেস ইমাম জনাব নসরুল্লাহ সাহেব।