কালিয়াকৈরে জুলাই আগস্টে আহত ও নিহতদের সৌজন্যে স্মরণসভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের কালিয়াকৈরে গত জুলাই আগস্ট-২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণ সভার আয়োজন করেন।
নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত অন্তরের বাবা আব্দুল হক, নিহত ইলিম শিকদারের চাচি, বৈষম্য বিরোধী আন্দোলনে চোখ হারানো ছাত্র সাব্বির হোসেন, জামাত কর্মী আহত আনিছুর রহমান আনিছ সহ অন্যান্যরা।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের বাংলাদেশ একটি নবীন দেশ। যাদের বয়স ১৫ থেকে ২০ আজ থেকে ১৫-২০বছর পরে তাদের বয়স ৪০থেকে ৪৫ হবে। আজকে এখানে যারা রাজনীতিবিদ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আছেন ঠিক আমাদের স্থানে একদিন এই ছেলেমেয়েরা নেতৃত্ব দিবেন।
এই গ্রুপটা যাতে ভিন্ন পথে না যায় বা তাদেরকে যাতে কেউ ভিন্ন পথে পরিচালিত করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখার জন্য আহবান জানাই। এরা যদি বিপথগামী হয় আল্টিমেটলি আমাদের পরিবার সহ দেশের বড় ক্ষতি হয়ে যাবে। এইজন্য আপনাদের সবাইকে এই সমস্ত ছেলে-মেয়েদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।