নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২৪ উপলক্ষে গাইবান্ধায় সাইকেল র্যালি
- আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
দিশা সরকার গাইবান্ধা প্রতিনিধি:– ” ঘরে বাহিরে অনলাইনে নারী থাকুক নিরাপদ সবখানে”
এই প্রতিপাদ্য সামনে নিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে গাইবান্ধায় সাইকেল র্যালি, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে গাইবান্ধা সদরের ছিন্নমূল মহিলা সমিতির সামনে থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ছিন্নমূল মহিলা সমিতির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান। উক্ত সাইকেল র্যালিটি আয়োজনে সহযোগিতা করে এসকেএস ফাউন্ডেশন ও বিটনিক।
অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় এই সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মেহেদী হাসান, এছাড়াও সভায় বক্তব্য রাখেন ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোঃ মুর্শিদুর রহমান খান।