কালিয়াকৈরে কবরস্থানে কারখানার সেপটিক ট্যাংক, কবরস্থান রক্ষায় মানববন্ধনে স্বজনরা
- আপডেট সময় : ১২:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার বিরুদ্ধে প্রায় চার যুগ আগের পারিবারিক কবরস্থান দখল করে নিচে সেপটিক ট্যাংক ও উপরে ভবন সম্প্রসারণের নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে ওই কবরস্থান রক্ষায় নির্মাণ কাজ বন্ধের কারখানাটির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেছেন স্বজনরা। তবে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে কবরস্থানটি আগের অবস্থানে বুঝে পাওয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
মানববন্ধন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ উঠে। প্রায় চার যুগ আগে পিপল সিরামিক্স কারখানা কর্তৃপক্ষ ওই এলাকায় কবরস্থানের জন্য এক সতাংশ জমি দান করে। পরে সেখানে পারিবারিক কবরস্থান বানায় স্থানীয় অসহায় পরিবারের লোকজন। সে কবরস্থাণেই সায়িত হয়েছেন তাদের পরিবারের কারো দাদা, নানা, মামা, খালা-খালু, ভাইসহ প্রায় ১০ থেকে ১২ জন মৃত স্বজন। কিন্তু গত ১০ বছর আগে ওই সিরামিক্স কারখানা কর্তৃপক্ষ তাদের জমিসহ কারখানাটি সেজাদ ফ্যাশন নামে অপর একটি কারখানার মালিকের কাছে বিক্রি করে। এরপর ৬/৭ মাস আগে সেজাদ ফ্যাশনের মালিক ওই জমি লেভেন্ডার গ্রূপের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। ওই প্রতিষ্ঠানটির নাম সম্বলিত কোনো সাইনবোর্ড টানানো না হলেও সেটা নিউ ফ্যাশন কারখানা নামে পরিচিত। কিন্তু কারখানার কর্তৃপক্ষ ওই পারিবারিক কবরস্থানটি দখলে নিয়ে সেখানে নিচে সেপটিক ট্যাংক ও তার উপরে ভবন সম্প্রসারণে কাজ চালাচ্ছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই কবরস্থানে সায়িতদের স্বজনরা। ওই কবরস্থান রক্ষায় নির্মাণ কাজ বন্ধের দাবীতে রোববার সকাল ১১টার দিকে কারখানাটির সামনে ওই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করেছেন স্বজনরা। মানববন্ধনে বক্তব্য রাখেন- শিরিন বেগম, আম্বিয়া বেগম, সোহানা আক্তার, বৃদ্ধ ইউনুছ মুন্সি, মাসুদ রানা, আজিজুল ইসলাম, আশিকুল ইসলামসহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, ওই কবরস্থানেই সায়িত হয়েছেন আমাদের কারো দাদা, নানা, মামা, খালা-খালু, ভাইসহ প্রায় ১০ থেকে ১২ জন মৃত স্বজন। প্রায় চার যুগের পুরানো কবরস্থান দখলে নিয়ে ওই কারখানা কর্তৃপক্ষ তাদের সেপটিক ট্যাংক ও ভবন সম্প্রসারণের কাজ চালাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আব্দুর রাজ্জাক বাদী হয়ে কালিয়াকৈর থানায়, সেনাবাহিনী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে কবরস্থানটি আগের অবস্থানে বুঝে পাওয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
ওই কারখানার জেনারেল ম্যানেজার (এইচআর এডমিন) সৈয়দ আবু জাফর জানান, আমরা একটি কোম্পানির কাছ থেকে জমিসহ কারখানা নিয়ে বাউন্ডারীর ভেতরে সেপটিক ট্যাংকি নয়, ভবনের সম্প্রসারণের কাজ করতেছি। কিন্তু দলিলের কোথাও সেখানে কবরস্থানের বিষয়টি উল্লেখ নাই। শুনেছি, আগের কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে তাদের পক্ষের কয়েকজন কবরস্থানের কথা বলে কয়েক লক্ষ টাকাও নিয়েছে। এরপর দীর্ঘদিন তাদের কোনো খবর নেই। হঠাৎ করেই তারা কবরস্থানের দাবীতে মানববন্ধন করে। তবে আমাদের হেয় ও কারখানার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র চেষ্টা করছেন।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।