নোয়াখালী – ৩ (বেগমগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন সংগ্রহ করেন মনিরুল ইসলাম আকাশ
- আপডেট সময় : ০১:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী – ৩ (বেগমগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, তিনি নোয়াখালীর বেগমগঞ্জের ২নং গোপালপুর ইউনিয়নের আওয়ামী পরিবারের সন্তান, তার দাদা বীর মুক্তিযোদ্ধা মরহুম শহীদ মোহাম্মদ উল্ল্যা ও চাচা আবুল কালাম আজাদ সাবেক সহ-সভাপতি বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন, সফল ছাত্রনেতা থেকে যুবনেতা মনিরুল ইসলাম আকাশ দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ন পদে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন।
মনিরুল ইসলাম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং বাংলাদেশ ছাত্রলীগ এর একাধিক গুরুত্বপূর্ন পদে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছিলেন, তিনি ঢাকা মহানগর দক্ষিনের অন্তর্গত ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক পদে দ্বায়িত্বরত আছেন,
তিনি বলেন ইনশাআল্লাহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা আমাকে নোয়াখালী – ৩ (বেগমগঞ্জ) আসনে নৌকা প্রতিক উপহার দিলে আমি দলীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় সবাইকে নিয়ে এ আসনে বিপুল ভোটে নৌকা মার্কাকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব।