এমপি পদে “স্বতন্ত্র” প্রার্থী ৮ বারের চেয়ারম্যান “মন্টু”র মনোনয়নপত্র জমা
- আপডেট সময় : ১০:১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
কাজী সাব্বির,টাঙ্গাইল প্রতিনিধি:-আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে এমপি পদে “স্বতন্ত্র” প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার সময় তিনি এই কার্যক্রমগুলো সম্পন্ন করেন।তিনি তার মনোনয়নপত্র জমা দেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
মনোনয়নপত্র জমাদানের পূর্বে বিভিন্ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি তার মা-বাবার কবর,হযরত শাহ আজম কবরে (রহ:) রওজা শরীফ ও টাংগাইল-৭ মির্জাপুরের সাবেক ৪ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হেসেনের কবর জিয়ারত করেন।
জানা যায়, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের ৫ বার ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি টানা ৪০ বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও জানা যায়।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।