নরসিংদী তিন থেকে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন ফজলে রাব্বি খান!!
- আপডেট সময় : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
কামাল প্রধান শিবপুর প্রতিনিধি নরসিংদী:– অদ্য 30/11/23 ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ ২০২৪ইং নির্বাচনে সাংসদীয় আসন নং-২০১ নরসিংদী -৩ শিবপুর হতে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক মনোনীত প্রার্থী মোঃ ফজলে রাব্বি খানের মনোনয়ন পএ জমা দেওয়া উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনের মাঠে শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহসিন নাজিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বিভিন্ন ওয়ার্ড থেকে নৌকা মার্কার মিছিল সহকারে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাজার হাজার লোকের সমাগত হয়ে মিছিল সহকারে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীব মহোদয়ের নিকট মনোনয়ন ফরম জমা দেন।