গাইবান্ধা সদর 02 আসনে মনোনয়ন পত্র জমা দিলেন শাহ সারোয়ার কবির ও তার সহধর্মিণী
- আপডেট সময় : ০৯:২২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
দিশা সরকার, নিজস্ব প্রতিবেদক:- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর 2 আসনে স্বতন্ত্র প্রার্থীতে মনোনয়ন পত্র দাখিল করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির ও তার সহধর্মিণী মাছুমা আকতার ।
বৃহস্পতিবার 30 নভেম্বর দুপুরে তার দলীয় সমর্থকদের সাথে নিয়ে উপজেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদ আল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ। যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিল শেষ সারোয়ার কবির বলেন আমি আল্লাহ মেহেরবানী ও জনগণের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি ।
তাই আল্লাহর ইচ্ছা ও জনগণের দোয়ায় আগামী 07 জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি অন্তর থেকে জননেত্রী শেখ হাসিনা কে শ্রদ্ধা ও বিশ্বাস করি ।
আমি যেটি দেখেছি আর কি দেশনেত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন এই নির্বাচনটা অংশগ্রহণমূলক করার জন্য উৎসাহিত স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করেছেন এবং এ কথাও বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের কে যেন নূন্যতম প্রভাবিত করা না হয়।
তাদেরকে উৎসাহিত করার জন্য বলেছেন। সেই আলোকে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি আসনে এমনকি গাইবান্ধা তেও হ্যাবি ওয়েট প্রার্থীরা এবং স্বতন্ত্র হ্যাবি ওয়েট প্রার্থীরা ভোট করছে। যদি আল্লাহর ইচ্ছা হয় আমি সংসদ সদস্য নির্বাচিত হবো ইনশাল্লাহ।
ভোটের ব্যাপারে আমি ভোটের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী এখানে ন্যূনতম হস্তক্ষেপ হবে না সেই আলোকে আমিও আমার স্ত্রী দুজন মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি অন্তর থেকে বিশ্বাস করি ভোট উৎসবমুখর পরিবেশে হবে এবং গাইবান্ধা সদর উপজেলা বাসী তাদের মনোনীত প্রার্থীকেই ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।