গাইবান্ধায় মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগের প্রার্থী গিনি।দ
- আপডেট সময় : ০৯:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
দিশা সরকার নিজস্ব প্রতিবেদক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন ৩০ গাইবান্ধা 02 সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ।
বৃহস্পতিবার ৩০ শে নভেম্বর দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসূলের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,সহ সভাপতি ফরহাদ আবদুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব আলম কোট, পিয়ারুল ইসলাম, মেয়র মতলবুর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল প্রমুখ।
এছাড়াও যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন আগামী আগামী ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয় যুক্ত করবে ইনশাল্লাহ।