গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
কাজী রোকেয়া (কেয়া) নিজস্ব প্রতিবেদক:- বিজয়ের মাসে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড গাছা উচ্চ বিদ্যালয় মাঠে গাছা থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় বর্ণিল সাজে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।
গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং গাছা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আক্তার হোসেন টিপুর পরিচালনায় বাঙালি জাতির গৌরব বিজয় মেলা উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পিপিএম (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো.মহিউদ্দিন আহাম্মেদ মহি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছাপ্রেস ক্লাবের সভাপতি ও ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ্দুজ্জামান জুয়েল মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মোঃ মনির হোসেন, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ।
গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ নবীন হোসেন, সিদ্দিকুর রহমান সিদ্দিক,মামুনুর রশিদ মামুন প্রমুখ। বিজয় মেলা ঘিরে সাজানো হয়েছে বর্ণীল সাজে নাগর দোলা আর বিভিন্ন দোকনের সমারহ।