সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা ইব্রাহীম খলিল রাজা গ্রেফতার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা ইব্রাহীম খলিল রাজা গ্রেফতার।
স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইব্রাহীম খলিল রাজা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের প্রচারণা কাজ চালানের সময় হামলা চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণের গাড়ি ভাংচুর করে। এই মামলায় যুবলীগ নেতা ইব্রাীম খলিল রাজা ও আজাদ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিদ উদ্দীন জানান, বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে গ্রেফতার করা হয়। এই মামলায় আরো আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।