বদলগাছীতে স্বর্গীয় বাবু সুরেশ সিংহ স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছীতে ” অনলাইন গেম থেকে দূরে থাকি খেলার মাঠে ফিরে আসি ” এই স্লোগান কে সামনে রেখে বদলগাছী মডেল সরকারি হাইস্কুলের স্বর্গীয় সাবেক প্রধান শিক্ষক বাবু সুরেশ সিংহ স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছী সরকারি মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ও বদলগাছী স্পোটিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার মডেল পাইলট হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ টি দলের অংশগ্রহণে নক আউট টুর্ণামেন্টের ফাইনালে নজিপুর ক্রিকেট একাডেমি মির্জাপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, বন ও পরিবেশ সম্পাদক মোঃ বাবর আলী,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন,
উপজেলা যুবলীগের সদস্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ডিএম রানা,বদলগাছী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, ক্রীড়া অনুরাগী রজত গোস্বামী, মো: জুয়েল রানা,নয়ন কুমার, লিখন,পাপ্পু সিংহ,সাহাব প্রমূখ।