সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচনে প্রার্থীদের দলীয় সমর্থন নিয়ে ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত
বিশেষ প্রতিনিধি ঢাকা
- আপডেট সময় : ০৩:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: – উপজেলা নির্বাচনে প্রার্থীদের দলীয়ভাবে সমর্থন করা হবে কিনা, এ ব্যাপারে আগামী ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হবে। সভায় সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানান তিনি।
জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের দল থেকে আমরা কোনোপ্রকার সমর্থন দেবো না।
জনগণ যাকেই পছন্দ তাকেই নির্বাচিত করবে, যাকে খুশি তাকে নির্বাচিত করবে।