দুমকী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে উজ্জ্বল চন্দ্র দাস কে সুপারিশ।
- আপডেট সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:- মঙ্গলবার বাংলাদেশ কৃষক লীগের সাধারন সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম এমপি কর্তৃক প্রেরিত এক চিঠিতে দুমকী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র দাসকে ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে বহাল করার নির্দেশ দিয়েছেন বলে জানা যায় ।
পটুয়াখালী জেলাধীন দুমকী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলহাজ মোঃ আজাহার আলী মৃধা ৫ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রূপে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আমিনুল ইসলাম সালাম এর বিপক্ষে নির্বাচন করলে পটুয়াখালী জেলা কৃষক লীগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলহাজ মোঃ আজাহার আলী মৃধাকে ০৬।০৭। ২০২৩ ইং তারিখে দুমকী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে প্রথম যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র দাসকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করেন ।
পরবর্তীতে মোঃ আজাহার আলী মৃধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রূপে নির্বাচন করে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা পূর্বক আবেদন করেন । পটুয়াখালী জেলা কৃষক লীগ তার আবেদন গ্রহণ করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় দুমকী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক পদে ১৪।১১।২০২৩ ইং তারিখে স্বপদে বহাল করেন, যা সম্পূর্ণভাবে গঠনতেন্ত্রর বরখেলাপ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ।
গঠনতেন্ত্রর ২৪(চ) ধারার আলোকে বহিষ্কৃত ব্যক্তির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা গেলে ও নতুন কাউন্সিল ব্যাতিত তাহাকে সংগঠনের পূর্বের মর্যাদায় অধিষ্ঠিত করা যায় না ।
তাছাড়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ গোলাম সরোয়ার এর সুপারিশের পরিপ্রেক্ষিতে দুমকী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র দাসকে ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে বহাল করার নির্দেশ দিয়েছেন।