রাজশাহী শহরকে নোংরা করে গেল বহিরাগতরা!
- আপডেট সময় : ০১:৫৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
মোঃ শিবলী সাদিক,রাজশাহী জেলা প্রতিনিধি:-রোববার একটি রাজনৈতিক দলের রাজশাহী জেলা শাখার ব্যানারে রাজশাহী মহানগরীর অলকার মোড়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক প্রতিমন্ত্রী। ইফতার শেষে খাবারের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে পুরো অলকার মোড় ও আশপাশের এলাকা নোংরা করা হয়েছে, এতে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই এলাকাজুড়ে। এই কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নগরবাসী।
রাজশাহীর সচেতন মহল বলছেন, পরিস্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রাজশাহী নগরী। পরিচ্ছন্নতায় রাজশাহী নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। শহর পরিচ্ছন্ন রাখতে রাজশাহী মহানগরবাসীও এখন অনেক সচেতন। নগরবাসী কেউ যত্রতত্র ময়লা-আবর্জনা ও কোন খাবারের প্যাকেট ফেলেন না।
কিন্তু আজ নগরীর বাইরে থেকে এসে ইফতার মাহফিল আয়োজন করে শহর নোংরা করে গেল। ইফতারের প্যাকেট ও উচ্ছিষ্ট এভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যাওয়া কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। এটি বহিরাগতদের পক্ষেই সম্ভব হয়েছে। তারা ইচ্ছেকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে, কারণ এই শহরের প্রতি তাদের কোন ভালোবাসা ও দায়িত্ব নেই।
নগরবাসীর অনেকে বলছেন, ইফতার আয়োজন যারা করেছেন, তাদের উচিত ছিল এলাকাটি পরিস্কার করা। কিন্তু তারা তা না করে পুরো এলাকাটি নোংরা করে গেছেন। যিনি প্রধান অতিথি ছিলেন, তিনিও কিছু বলেননি। এখন ওই এলাকা দিয়ে চলাফেরা করায় কষ্ট হচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করেন শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে। সেখানে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহরে এভাবে অপরিচ্ছন্ন ও নোংরা করে যাবে, এটি কাম্য হতে পারে না। শহর নোংরা করে তারা নিজেদের রুচি ও মানসিকতার পরিচয় দিয়েছেন।