এমপির ইফতার সামগ্রী পেয়ে খুশি প্রতিবন্ধী হোসনেয়ারা
- আপডেট সময় : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোর- ২ ঝিকরগাছা-চৌগাগাছা আসনের এমপি ডাক্তার তৌহিদুজ্জামান তুহিনের পক্ষ থেকে (২৩শে মার্চ) শনিবার রাতে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় ৭ নং নাভারণ নাভারণ ইউনিয়নের বাসিন্দা প্রতিবন্ধী হোসনেয়ারা এমপির ইফতার সামগ্রী পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েন। হোসনেয়ারা নাভারণ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের রঘুনাথপুর বাগ গ্রামের আবুবকরের মেয়ে। এমপির পক্ষে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবর রহমান ইফতার সামগ্রী তুলে দেন। প্রতিবন্ধী হোসনেয়ারার পিতা আবুবকর জানান ইতিপূর্বে অনেক জনপ্রতিনিধি এসেছেন রমজান মাসে আমাদের ইফতার সামগ্রী দিয়ে সহোযোগিতা করেনি এই এমপি মহোদয় যে উপহার দিয়েছেন আমাদের সারা জীবন মনে থাকবে আমরা এমপি মহোদয়ের দীর্ঘায়ু কামনা করছি। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবর রহমান জানান এমপি মহোদয়ের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমার ওয়ার্ডে ১৫ জন প্রতিবন্ধীকে যে ইফতার সামগ্রী দিয়েছেন তাতে আমার ওয়ার্ড বাসি অনেক খুশি আগামী দিনগুলো এমপি মহোদয় প্রতিবন্ধীদের পাশে থাকবেন এমনটাই আমাদের প্রত্যাশা।