বিদ্যালয়টি প্রতিষ্ঠার (৪৪) বছরে এসে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হলেন মোঃ মিজানুর রহমান।
- আপডেট সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি:- বরগুনা জেলাদিন, আমতলী উপজেলের, আঠারোগাছিয়া ইউনিয়নের অন্তর্গত আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয়টি ১৯৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হলেও প্রতিষ্ঠার(৪৪) বছর পেরলেও অভিভাবকের প্রত্যক্ষ ভোটে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্ভব হয়নি। ২০২১ খ্রিস্টাব্দে মোঃ মোশাররফ হোসেন হিরু সভাপতি হয়ে নির্বাচন প্রক্রিয়া চালু করেন।
তারই ধারাবাহিকতায় আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪। অদ্য ২৭/০৩/২০২৪ খ্রি. অভিভাবক সদস্য নির্বাচন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মাধ্যমিক শাখায় ও প্রাথমিক শাখায় মোট ভোট ছিল ৩২৬ , এতে ১৯০ পেয়ে এরা নির্বাচত হয়।
মাধ্যমিক শাখায়
১। মোঃ ফিরোজ আলম,
২। কাওসার আহমেদ
প্রাথমিক শাখায়
১। জসিম তালুকদার
২। ফরিদ হোসেন
সংরক্ষিত নারী :-১
মোসাঃ নুসরাত জাহান
অভিভাবক সদস্য মোঃ ফিরোজ আলম ও
মোঃ ফরাদ হোসেন এর
প্রস্তাব ও সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ মিজানুর রহমান।
মোঃ মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়েছেন, অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী ও ছাত্র অভিভাবকরা।
ও অত্র বিদ্যালয়ের সাবেক বর্তমান সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু তিনি বলেন মোঃ মিজানুর রহমান একজন বিশিষ্ট খামারি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী। আমি মনে করি তার হাত ধরে আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আরো অনন্য পরিবর্তন আসবে। এও মনে করি যে,আমরা খুব শীঘ্রই আমতলী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনের গৌরব অর্জন করবে। আমি আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, তার সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।
এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বর্তমান সভাপতি নবনির্বাচিত সকল অভিভাবক সদস্য ও সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন আমাকে সম্মানিত ছাত্র বিভাবকরা নির্বাচিত করেছেন আমি তাদের আশানুরূপ কাজ করার চেষ্টা করব। আপনাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, আমরা একটি অংশগ্রহণ মূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছি। এজন্য আমি সভাপতি মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
এবং আশা রাখি আমরা সবার সাথে মিলেমিশে কাজ করে বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে আনতে সক্ষম হব।