সাংবাদিক মাসুদ এর একমাত্র কণ্যা মারিয়া আক্তার সোহাগী আর নেই
- আপডেট সময় : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ দৈনিক রুপান্তর পত্রিকার ও রাতদিন নিউজের বেনাপোল প্রতিনিধি শেখ মাসুদুর রহমান মাসুদ এর একমাত্র সন্তান মারিয়া আক্তার সোহাগী মারাগেছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আড়াই মাস।
রবিবার সকাল ৮টার সময় সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
মাসুদের দাম্পত্য জীবনে দীর্ঘ প্রতিক্ষার পর ভারতে উন্নত চিকিৎসা শেষে পরিবারের কোলজুড়ে জন্মগ্রহণ করে ফুটফুটে কণ্যা সন্তান সোহাগী। পরে তার শরীরে হার্ট ছিদ্র দেখাগেলে মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত উন্নত চিকিৎসায় ছিলো পরিবারের বুকজুড়ে থাকা একমাত্র সন্তান মারিয়া। অবশেষে মহান সৃষ্টিকর্তা আল্লার ডাকে সাড়া দিয়ে মায়ার পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলেগেলো সোহাগী। একমাত্র সন্তান হারিয়ে পাগোল প্রায় সাংবাদিক মাসুদসহ মাজননী ও পরিবারের সকল সদস্যরা। সন্তান হারানো বেদনায় সাংবাদিক মাসুদ পরিবারের সাথে একাত্বতা, শোক, সমবেদনা ও শিশুটির রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি জানিয়েছেন নাভারন প্রেসক্লাব সভাপতি আমিনুর রহমান ও সেক্রেটারি মোফাজ্জল হোসেন রাজু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দরা।