পটিয়ায় বেগম খালেদা জিয়ার৭৯ তম জন্মদিন উৎযাপন করেছে সাবেক উপজেলার সাধারণ ইদ্রিস মিয়া।
- আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
সেলিম চৌধুরী,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার নেতৃত্বে পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উৎযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্স হল রুমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া।
বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কলিম উল্লাহ চৌধুরী, সহ সভাপতি আবু জাফর ফারুকী, নুরুল হক মেম্বার, হাজী দ্বিন মোহাম্মদ, শাহ আলম, আবুল কাসেম, মো. শওকত, এস এম সুমন, মো.শাহজাহান, গিয়াস উদ্দিন, নুরুল আলম মামুন, সেলিম মাষ্ঠার, মো. রফিক, মো. রুবেল প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী। প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক পটিয়া উপজেলার আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, মামলা, হামলা নির্যাতন খুন ঘুম চালিয়ে আওয়ামীলীগ গত ১৭ বছর দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল।
যার ফলে বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে সরকার পদত্যাগের বাদ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। তিনি অন্তবর্তিকালীম সরকার’কে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে দেশে সুষ্ঠু গনতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানান।