কবি’- শাহীন আক্তার চৌধুরী_র লেখা কবিতা,~জীবন সঙ্গী~
- আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
জীবন সঙ্গী
কবি’-শাহীন আক্তার চৌধুরী
কোন টাকার পাহাড়ে নয়,নয় কোন প্রভাব প্রতিপত্তি
চলার পথে এমন কাউকে খুঁজে নিও যে তোমায় দিবে শান্তি……
চোখ দেখে যে জেনে যাবে মন খারাপের কারন
বলার আগে বুঝে নিবে যে কি প্রয়োজন।।
সকল কথার সুন্দর অর্থ যে খুঁজে নিবে
মনের টানে যে সম্পর্কে জড়াবে
সম্মান আর দায়িত্ববোধের পরিচয় যার আচরণে
সারা জীবন পাশে থাকার আস্থা যার প্রতি জন্মে।।
জীবন যার, তারই অগ্রাধিকার থাকা চাই সঙ্গী নির্বাচনে
জীবন সঙ্গী নাহোক অন্য কারো মতের আধিক্যে
চলার পথে থাকোক একে অন্যের ভালোলাগার সমাদর
প্রাণ খুলে মন খুলে একে অন্যের মাঝে বিচরণ।।
জীবনের প্রতিটা মুহূর্ত হোক অনুভূতিশীল অনুভবে
স্মৃতিরা মালা গাঁথুক সুখময় অনুভূতিসম্ভারে,
এমন জনে মন মিলে যাক যার সাথে থাকলে
পৃথিবীতে সবপাওয়ার আনন্দ মনে জাগে ।।
জীবন সঙ্গী হোক এমন একজন যে না থাকলে পাশে
ব্যর্থ লাগে সব আয়োজন শূন্যতায় ভরে মন,
যার স্মরণে বাড়ে মনোবল চাঙ্গা হয়ে ওঠে জীবন
পৃথিবীর সব সুখ মিলে যায় পেলে যার দর্শন।।