দক্ষিণ জেলা তরুণ দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়া:– চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যােগে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল ১৬ আগষ্ট শুক্রবার বিকেলে দলীয় কার্য়লয়ে কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে বাঁশখালী উপজেলার সভাপতি এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পটিয়া উপজেলার সদস্য সচিব খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ইলিয়াস কাঞ্চন, নগর তরুণ দল সহ সভাপতি ইকবাল হোসেন, পটিয়া উপজেলা তরুণ দল সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা হারুন কাঁকন, তরুণ দল নেতা আবদুল আজিজ, নুরুজ্জামান, রুবেল, শফিক, সিকান্দার, মফিজ, জুয়েল, নিশান, সুমন, আনোয়ারা উপজেলার আহবায়ক মো: আবছার, সদস্য সচিব আবদুল নুর, বাঁশখালীর সদস্য সচিব আবু তালেব, হাবিব, রাজু শাহজাহান প্রমুখ।
সভাপতির বক্তব্যে জাতীয়বাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সোহেল সওদাগর বলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ নেএী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী পালন ও দোয়া মাহফিল সফল করা হয়।
পাশাপাশি দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। সভায় বক্তারা গণআন্দোলন আওয়ামীলীগ পদত্যাগে বাদ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা।
বর্তমান অন্তবর্তিকালীন সরকার দেশে সুষ্ঠু রাজনীতি পরিবেশ ও গনতান্ত্রিক অধিকার নিশ্চিত মানুষের ভোঠ ভাতের অধিকার নিশ্চিত করে খুন ঘুম, টাকা পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। বক্তারা আরোও বলেন, আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জনগণকে ভোট ভাতের অধিকার নিশ্চিত করার আহবান জানান।