সংবাদ শিরোনাম ::
কবি’-অধরা আলো_র কবিতা ★”তুমি আসবে বলে”★
সাহিত্য
- আপডেট সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে
তুমি আসবে বলে
কবি’- অধরা আলো
তুমি আসবে বলে,
চারিদিক আজ মুখরিত পাখির গুঞ্জরণ!
ভোরের সূর্য টা উঠেছে হেসে হিমেল হাওয়ার বরিষণ।
তুমি আসবে বলে,
অঝর শ্রাবণে ধুয়েমুছে প্রকৃতি সেজেছে নতুন করে
কৃষ্ণ চূড়া ফুটেছে ডালে ডালে মনোহারী রুপ বাহারে।
তুমি আসবে বলে,
মনের উঠোন জুড়ে অলীক বাসনার কতশত স্বপ্নের
রোমন্থন;
তোমার ভাবনায় বিভোর তনুমন।
তুমি আসবে বলো,
সন্ধ্যার প্রদীপ জ্বেলে শত শত রাত্রি আরাধনা বিধাতার তরে,
দু হাত তোলে নিবিঘ্ন নিশি প্রহরে।
তুমি আসবে বলে,
চাঁদ কে বলেছি জোছনা বিলাতে শুকতারাদের সাথে করেছি মিতালি আলোর ঝলকে আঙিনা রাঙাতে।
তুমি আসবে বলে,
অজস্র বকুল ফুল গেঁথেছি খোঁপায় সাজিয়েছি
নিজেকে লাল শাড়ি লাল টিপে।
এক গুচ্ছ কাঠগোলাপ হাতে অপেক্ষার অবসানে।
তুমি আসবে বলে,
আমি কখনো মেহেদী মুছে ফেলতে পারিনি
তোমায় ভুলে যাব বলে,
আমি জানি তুমি আসবে এখন না হয় আমার মরণে পরে।