কবি’- শরিফা খাতুন_র লেখা কবিতা★”সে আমার হোক”★
- আপডেট সময় : ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে
সে আমার হোক
কবি’-শরিফা খাতুন
আমার কাছে সে আসুক,আপন হোক!
যে আমাকে আগল রাখবে!
যে আমার অফিসে যাবার সময় সব গুছিয়ে দিবে।
দুপুরের খাবারে ভালোবাসা মিশিয়ে টিপিনবক্স দিবে।
অফিস থেকে বাসায় আসলে অন্তত এক কাপ চা দিবে।
সারাদিনের ক্লান্তি শেষ করতে অবাক চোখে তাকাবে।
এমন একজন আসুক!খুব আপন হোক!
যে ধোঁয়া ওঠা গুরম ভাতে লেবু দিতে ভুলে গেলে,
নিজেকে মস্তবড় অপরাধী ভাববে!
আমার ছোট্ট বাড়িটা সবসময় হৈ-হুল্লোড়ে মাথায় তুলে রাখুক।
অন্তত দিনে একবার খাইয়ে দিবে।
ভালোবাসায় আগলে রাখবে।
আমার অপেক্ষায় বসে থাকবে।হাজার রাত!
শতকোটি বছরেও আমার ওপর বিরক্ত না হোক।
আমাকে দেখবে, সমস্ত সময়,অসময়।
হাসি খুশি দিয়ে পূর্ণতা দিবে এ অবহেলিত জীবন।
সে আমার হোক, যাকে দেখলে আমার মন শান্ত হয়।
ঘুরতে যাবার বায়না করে, মুখ ফুলিয়ে থাকবে।
সামন্য একটা চকলেট পেলেই বিশ্ব জয়ের হাসি দিবে।
একটু দূরে গেলেই কল দিয়ল বিরক্ত করবে।
ইনবক্সে মেসেজ ডিলিট করতে করতে আমার রাগ হবে,
তার শাড়ির কুচি ঠিক করতে, আমাকেই ডাকবে।
রোজ টিপ বাকা করে দিয়ে আমাকেই আয়না বানিয়ে সোজা করবে।
সে আমকার হোক!