সংবাদ শিরোনাম ::
কবি’- ফারজানা রহমান_র লেখা কবিতা “তোমাকেই শুধু চাই”
সাহিত্য সম্পাদক
- আপডেট সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
🫶তোমাকেই শুধু চাই🫶
কবি’- ফারজানা রহমান
তোমাকে ভালো না বাসলে,
বুঝতেই পারতামনা…..
ভালোবাসা কারে কয়।
সারা পৃথিবীর সুখ যেন,
হৃদয় জুরে রয়।
আমার ভালো থাকায় যেমন,
তুমি সুখি হও।
ঠিক তেমনি তোমার সুখেও,
আমি সুখি হই।
তোমার অনুভূতি গুলো,
এ হৃদয় করে জয়।
তোমার স্বপ্ন গুলো,
দু’চোখে স্বপ্ন জাগায়।
তোমার হাসি মাখা মুখ দেখে,
দু’চোখে আনন্দ অশ্রু টলমল।
আমি জানি.. তুমি আমার ভাবনায়,
বিভোর সারাক্ষণ….
যদি হারিয়ে যাই।
কি করে তা সম্ভব বলো?
এতো ভালোবাসো আমায়…
কি করে হারাই?
আর যদিও কখনো হারিয়ে যাই,
খুঁজে নিও আমায়।
খুব করে আগলে রেখো,
তোমার ভালোবাসয়।
জানি না এই জীবনে,
পাবো কি-না তোমায়।
তবুও ভালোবেসেই যাবো,
যতদিন মরণ না হয়।
এই জীবনের পরে যদি,
আর একটি জীবন পাই,
সেই জীবনেও আমার করে…
তোমাকেই শুধু চাই।