কবি’-মমতাজ মনী(শেলী)_র লেখা কবিতা~ বিজয়ের পতাকা
- আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
~বিজয়ের পতাকা~
কবি’-মমতাজ মনী (শেলী)
শহীদ যোদ্ধার কন্যা আমি আমার হৃদয়ে বাংলাদেশ
শস্য শ্যামলা সুজলা সুফলা আমার এই সোনার দেশ।
নয় মাস ব্যাপি যুদ্ধের ফসল আজ বিজয়ের বারতা
এই প্রাপ্তি বীর যোদ্ধাদের স্বগৌরবের বীরত্বগাঁথা।
ভুলবোনা আমরা কোনদিনও তাঁদের ত্যাগের ঋণ,
ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে থাকবে লেখা চিরদিন।
দেশ,মা’মাটিকে ভালবেসে বুকের রক্তের বিনিময়ে,
লাল সবুজের বিজয় পতাকা এনেছে যারা ছিনিয়ে
নির্দ্বিধায় যারা রক্ত ঢেলেছেন আপনাকে তুচ্ছ করে,
হাসিমুখে শহীদ হয়েছেন দেশ জননীর মুক্তির তরে।
দুই লক্ষ বীরাঙ্গনাদের সম্মানহানির সেই সে ইতিহাস,
পাকি প্রেতাত্মাদের হাতে হয়েছিলো যাদের সর্বনাশ
নারী পুরুষ নির্বিশেষে সহাস্যে মৃত্যুকে করেছে বরণ,
আজো শুকায়নি সেই বেদনাময় হৃদয়ের রক্তক্ষরণ।
বঙ্গবন্ধুর লালিতো স্বপ্ন আমাদের আজকের বাংলাদেশ,
শহীদ যোদ্ধাদের রক্তের ঋণ কোনদিনও হবেনা শেষ।
একাত্তরের যুদ্ধ বিজয়ী বীর যোদ্ধাদের সম্মানের তরে,
জাতি বিভেদ ভুলে সালাম জানাই তাঁদের শ্রদ্ধা ভরে।
আসুন আজ সবাই সপথ করি রাখবো দেশের মান,
ক্ষুন্ন হতে দেবো না কোনদিনও এই পতাকার সম্মান।