প্রিয় বাংলা পাঠাগার পুরস্কার’ পেলেন “বয়লার টেকনিশিয়ান” শাহাদত হোসেন
- আপডেট সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
এস এম আলমগীর চাঁদ(পাবনা জেলা প্রতিনিধি):-নাইট বিল ও ওটির টাকায় পাঠাগার গড়ে নিজ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছিলেন বয়লার টেকনিশিয়ান শাহাদত হোসেন । এবার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেলেন ‘প্রিয় বাংলা পাঠাগার’ পুরস্কার।
প্রিয় বাংলা প্রকাশনীর উদ্যোগে শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানী ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শাহাদত হোসেন-কে ‘প্রিয় বাংলা পাঠাগার পুরস্কার’ দেয়া হয়।
বিশিষ্ট নাট্যভিনেতা আবুল হায়াত অনুষ্ঠানে অতিথি থেকে শাহাদত এর হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
পাঠাগার গড়ে জ্ঞানের আলো ছড়ানোর স্বীকৃতি স্বরূপ শাহাদত ছাড়াও দেশের আরো তিন ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয় প্রিয় বাংলা প্রকাশনীর পক্ষ থেকে।
এছাড়াও পুরস্কার পাওয়া চারজনের প্রত্যেককে দুইশত বই উপহার দেয়া হয় প্রকাশনা সংস্থার পক্ষ থেকে।
শাহাদত হোসেন বলেনঃ- বই পড়ার নেশা থেকেই স্থানীয় বইমেলা, লাইব্রেরি, ফুটপাত ও অনলাইন থেকে বই কিনতাম। পড়া শেষ হয়ে গেলে বইগুলো বাসায়-অফিসে পড়ে থাকতো। বইগুলো কাজে লাগানোর ভাবনা থেকেই গত তিন বছর আগে বাড়িতে ছোট্ট পরিসরে পাঠাগার গড়ি।
তিনি আরও বলেন, যেকোনো স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।
প্রসঙ্গত, শাহাদত এর বাড়ি, ধুলাউড়ি পূর্ব পাড়া, ধুলাউড়ি, সাঁথিয়া, পাবনা !!
পাবনা শিক্ষা অনুরাগী মানুষ যেন শাহাদত এর পাঠাগারের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়…তাহলে আরোও পাঠকবন্ধন ও সচল ও সচেতনতা বাড়বে।