পাবনায় অসহায় ও এতিম হাফেজদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৩:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:-পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি হাজী আব্দুর রশিদ নুরানিয়া কওমিয়া হাফিজিয়া এতিম খানা মাদরাসা ও লক্ষীপুর হযরত বেলাল (রাঃ) হাফিজিয়া এতিম খানা মাদরাসায় আজ সোমবার (২৯জানুয়ারি) সকাল ১১টার সময় এতিম ও অসহায় হাফেজদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন পুরান ধুলাউড়ি হাজী আব্দুর রশিদ কওমিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা শামীম আহমেদ, লক্ষীপুর হযরত বেলাল (রাঃ) হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ ওমর ফারুক, হাফেজ এনামুল হক, মোঃ সুমন আলী, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বিশ্বাস বেসরকারি সায়েন্স এন্ড টেকনোলজি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাহতাব বিশ্বাস, পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস. এম মাহবুব আলম, বিশ্বাস গ্রুপের স্টাফ সুমন আলীসহ আরও জ্ঞানীগুনি ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।