বড়াইগ্রামে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব,বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি:-নাটোরের বড়াইগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মাননীয় সংসদ সদস্য, ৬১নাটোর -৪
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান আতা, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, সহকারী কমিশনার( ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আমির হামজা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক সহ প্রমুখ।উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ১০ টি (স্কুল ও কলেজ) পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদর্শনীর স্টল অংশগ্রহণ করেছেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা স্টল এবং অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
#