শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন করে দেওয়ার অঙ্গীকার: আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এম পি
- আপডেট সময় : ০৫:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
মোঃ কামাল হোসেন প্রধান,শিবপুর প্রতিনিধি:- অদ্য ৬/২/২০২৪ ইং সোমবার নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মাননীয় প্রধান অতিথি বলেন, আমি এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি , আমি দীর্ঘদিন পরে এই বিদ্যালয়ে এসে ১৯৭৫ সালের কথা মনে পড়ে যায়, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এই বিদ্যালয়ের ছাত্র ছিল, মরহুম আঃ মান্নান ভূঁইয়া , সাবেক এমপি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন সহ বহু গুণীজন এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন ।
আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই চাই ,এই বিদ্যালয়টি যত বেশি এগিয়ে যাবে তত বেশি আমাদের কাছে ভালো লাগবে।
এই বিদ্যালয়ের সাফল্যের সাথে আমারও অনেক কিছু নির্ভর করে, এ বিদ্যালয়টি যদি আরো সামনের দিকে এগিয়ে যায় আমার কাছে বেশি ভালো লাগবে এই বিদ্যালয়টি সরকারি করন আমার হাত দিয়ে হয়েছে। এই বিদ্যালয়ের চারতলা ভবন , গেইট আমরা করে দিব ইনশাল্লাহ ।
আমি এম পি থাকা অবস্থায় এই বিদ্যালয়ে কোন কাজ যাতে বাকি না থাকে আমরা সেই চেষ্টা করিব।
দিনব্যাপী বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, বিদ্যালয়ের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আলম সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মাষ্টার ও আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, শিবপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শেখ কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ ।