কেন্দুয়ায় দিগলী মাচিয়ালী দাখিল মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিগলী মাচিয়ালী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারী) দিগলী মাচিয়ালী দাখিল মাদ্রাসার চারতলা নতুন ভবনে বিদায় ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
দিগলী মাচিয়ালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ময়মনসিংহস্থ আল আমিন নার্সিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন শেখের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, মাদ্রাসার সহকারী সুপার গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির (বাচ্চু), সাবেক শিক্ষক মো. আলাল উদ্দিন, জসিম উদ্দিন খান, ভরাপাড়া দাখিল মাদ্রাসার সহসভাপতি নূরুল আমিন নূরু প্রমূখ।