কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর বিশেষ আয়োজন বিদ্যালয় এর ৫১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ ইং
- আপডেট সময় : ০৬:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
মোঃতৌফিকুর ইসলাম বিশেষ প্রতিনিধি:- জয় পরাজয় বড় কথা নয়, অংশ গ্রহনই বড় কথা” এ শ্লোগান সামনে রেখে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কুকয়া গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০:০০ ঘটিকায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে শহীদের প্রতি সম্মান প্রদর্শন, জতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
অত্র বিদ্যালয়ের শিক্ষক গাজী গোলাম ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার চেয়ারম্যান দুই নং কুকুয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম উপজেলা নির্বাহী অফিসার আমতলী, বরগুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল্লাহ্- আবু – জাহের, সহকারী কমিশনার (ভূমি), আমতলী, বরগুনা। জনাব কাজী শাখাওয়াত হোসেন তপু, অফিসার্স ইনচার্জ, আমতলী থানা, জেলা : বরগুনা। জনাব মোঃ শরিফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আমতলী, বরগুনা। জনাব ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। জনাব মোঃ সেলিম মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, আমতলী, বরগুনা। জনাব মোঃ আবুল বাশার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কুকুয়া ক্লাস্টার, আমতলী, বরগুনা। জনাব মোঃ তৈয়বুর রহমান, সাবেক প্রধান শিক্ষক, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমতলী, বরগুনা। বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শাহ আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ। জনাব এলমান উদ্দিন আহমেদ সুহাদ তালুকদার, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরগুনা জেলা শাখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক /শিক্ষিকা ছাত্র /ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সূধীজন, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।