সংবাদ শিরোনাম ::
কবি’- অলপনা রানী_র লেখা কবিতা ” একুশ তুমি”
সাহিত্য সম্পাদক
- আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
🇧🇩”একুশ তুমি”🇧🇩
কবি’-অলপনা রানী
একুশ তুমি কণ্ঠ ধ্বনির,
স্বর ও ব্যঞ্জনবর্ণে।
একুশ তুমি প্রভাত ফেরীর,
পদধ্বনির তালে।।
একুশ তুমি ফাল্গুনের,
লাল টকটকে ফুল।
উত্তরীর উত্তেজনায়
উৎসুক, উদ্বেল।।
একুশ তুমি শহীদ মায়ের,
ধ্বংস বিধুর কোল।
একুশ তুমি শোকাতুর ভাইয়ের,
লাল লোহিতের ঝোল।
একুশ তুমি নব জীবনের
বেঁচে থাকার ভরসা।
একুশ তুমি সংগ্ৰামিতার,
নিত্য নতুন আশা।।
একুশ তুমি মাটির গন্ধের,
উজ্জ্বয়িনীর সুর।
একুশ তুমি গণতন্ত্রের
অধিকার সুমধুর।।
একুশ তুমি হাসি মুখে ,
মা’কে মা ডাকো।
একুশ তুমি রঞ্জিত পথে,
মুক্তির তরী আঁকো।।
একুশ তুমি লাল- সবুজের,
উত্তাল বানভাসি।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।।