বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
শাহিনুর আক্তার,স্টাফ রিপোর্টার:– বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা শেষে গতকাল সকাল ১০ টায় বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক দুদকের পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীর সভাপতিত্বে ও কার্যবাহী সদস্য জাহানুল হক বাবুলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনারের উপ-পরিচালক বায়েজিদ রহমান খান, দুর্নীতি দমন কমিশনার সহকারী পরিচালক মশিউর রহমান, সাংগঠনিক জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন,জেলা কমিটির কমিটির সদস্য সাংবাদিক হালধার দাস, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম, সহ-সভাপতি রাবেয়া খাতুন শান্তি, উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, মোহাম্মদ আলী বিপ্লব, কমিটির কার্যকারী সদস্যের সাংবাদিক শেখ আব্দুল জলিল সহ প্রমূখ্য।
অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশগ্রহণ করেন নারায়ণপুর সরাফতউল্লাহ উচ্চ বিদ্যালয়।
বিপক্ষে অংশগ্রহণ করেন পুড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় বিজয়ী হন নারায়ণপুর শারাফাত উচ্চ বিদ্যালয়।