সিয়াম একাডেমির বার্ষিক ২২ তম শিক্ষা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
শোয়েব মাহমুদ.স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল মির্জাপুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিয়াম একাডেমির বাইশ তম বার্ষিক শিক্ষা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।৮ ই ফেব্রুয়ারী ২০২৪ ইং খ্রিস্টাব্দ হতে নানান আয়োজনে তিন দিনব্যাপী এই শিক্ষা সপ্তাহ শুরু হয়ে আজ ১০ ই ফেব্রুয়ারী শনিবার ছিলো সমাপনী দিন । সমাপনী দিনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত নৃত্য ও পুরস্কার বিতরণী ।
সকাল ১০ ঘটিকার সময় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম মল্লিক, চেয়ারম্যান সাত নং উয়ার্শী ইউনিয়ন পরিষদ, ও সহ -সভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আহমেদ শুভ , মাননীয় এম পি জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল- ৭ মির্জাপুর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার ইমু , সহ-সভাপতি টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগ। মোঃ জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মির্জাপুর, টাঙ্গাইল । হিমন আলম মল্লিক , দাতা সদস্য সিয়াম একাডেমী ।
মোঃ খালেদ হাসান খান লিডু, উপদেষ্টা মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ।
মোঃ আওলাদ হোসেন ,সভাপতি উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ । মির্জাপুর, টাঙ্গাইল ।
মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ । মির্জাপুর ,টাঙ্গাইল ।
এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমন্ত্রিত অতিথি ও সকল দর্শকবৃন্দ খুশি প্রকাশ করেন ।
এই ষ্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরাম হোসেন খান জানান এখানে প্রতি বছর সবাই ভালো রেজাল্ট করে থাকে।আশা করি সামনে আর ভাল করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাসুদ রানা সহকারী শিক্ষক সিয়াম একাডেমী ,মির্জাপুর টাঙ্গাইল ।