নিয়ামতপুরে ছাত্রলীগের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি:- শিক্ষা,শান্তি,প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এ উপপাদ্য ধারণ করে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগ এর আয়োজনে ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ১২ই ফেব্রুয়ারি সোমবার নিয়ামতপুর হাসান হাজী অডিটোরিয়াম কক্ষে এ বিদায় অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ সহ আরো উপস্থিত ছিলেন,নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান, যুগ্ম আহবায়ক সঞ্জয় চন্দ্র,ইয়ামিন জামায়েল প্রান্ত, আব্দুল ওয়াহাব,আরিফুজ্জামান, আসাদুজ্জামান, রক্তিম ইসলাম,সফিন দাস,ইমন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উক্ত বিদায় অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগীতায় ছিলেন নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকি।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন, ছাত্রলীগের মূলনীতি হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। আমাদের প্রথমত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
এসএসসি পরীক্ষার্থীরা যাতে করে ভালো রেজাল্ট করতে পারে সেই কামনাই করি। আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ।