বিদ্যালয়ের বাউন্ডারির ও মসজিদের বাকি কাজ আমি করে দিব: আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি
- আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
মোঃ কামাল হোসেন প্রধান,শিবপুর প্রতিনিধি;- নরসিংদীর ,শিবপুর উপজেলা দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১২ ও ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ ইং সোম ও মঙ্গলবার দুইদিন ব্যাপী, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় এর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, তিনি বলেন এই বিদ্যালয়ে আমি আগেও দুই বার এসেছি এই বিদ্যালয়ে আমার স্মৃতিচারণ আছে, এই বিদ্যালয়ের চারতলা ভবনটি আমি করে দিয়েছি তখনও মনির মাস্টার প্রধান শিক্ষক ছিলেন, তিনি বলেছিলেন আমার বিদ্যালয়ের চারতলা ভবন করে দিতে হবে আমি করে দিয়েছিলাম, আমি দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল ও পাশাপাশি মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিব এবং আগামী ৬ মাসের মধ্যে করে দিতে চেষ্টা করিব, বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের নিকট আমার আবেদন শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে লেখাপড়ার মনোযোগী হয় সেদিকেও অভিভাবকরা খেয়াল রাখবেন। ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশোনা করে কিনা স্কুলে কার সাথে আসা-যাওয়া করে কাদের সাথে মিশে এই ব্যাপারে শিক্ষক, অভিভাবক আপনারা গুরুত্ব সহকারে দেখবেন ,আপনাদের ছেলে মেয়েরা যদি একবার বিপদে চলে যায় তখন কিন্তু আবার পূর্বের পথে ফিরে আনা কঠিন, এটা কিন্তু মা-বাবা ভাই-বোন ,শিক্ষক ,অভিভাবক হিসাবে আপনাদের সকলের দায়িত্ব এই বিদ্যালয় যাতে শতভাগ পাস করিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।এই এলাকার সকল উন্নয়নমূলক কাজ আমি করতে চাই, রাস্তা, ঘাট , মসজিদ, স্কুল ,কলেজ ,সকল উন্নয়নমূলক কর্মকান্ড আমি এমপি থাকা অবস্থায় সমাপ্ত করিতে চাই ,আপনারা আমাকে সহযোগিতা করিবেন, কে আমাকে ভোট দিল কে দিল না সেগুলো দেখার প্রয়োজন নাই। আমি এখন সকলেরই এমপি । শিবপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব সৈয়দ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ,উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মনির উদ্দিন , প্রধান শিক্ষক দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল হাই মাস্টার, শিবপুর উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ কামাল, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জয়নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।