রাজশাহী কোর্ট কলেজে মাতৃভাষা দিবসের আলোচনা ও পুরস্তার বিতরণ।
- আপডেট সময় : ০৮:০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
মোঃ শিবলী সাদিক,রাজশাহী প্রতিনিধি:– ২১শে ফেব্রুয়ারি ভাষা শহিদ ও মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজশাহী কোর্ট কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ রাজ কুমার সরকার। আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও প্রতিষ্ঠানের সাবেক উপাধ্যক্ষ রইস উদ্দিন , বিদ্যোৎসাহী সদস্য জনাব তানজির হোসেন দুলাল ও বিদ্যোৎসাহী সদস্য জনাব গোলাম রসুল এবং অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জনাব রবিউল আলম মাসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ ইউসুফ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা কর্মচারী এবং সকল শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে ভাষা শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মামুনুর রহমান।