সংবাদ শিরোনাম ::
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও সাইকেল বিতরণ
ইস্রাফিল খান কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
ইস্রাফিল খান কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীকে দুই লাখ ৩৫ হাজার টাকার বৃত্তির চেক ও ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।