বেলাবতে নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট ( এন.ভি.এস) মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
শাহিনুর আক্তার,স্টাফ রিপোর্টার:-বেলাবতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট (এন.ভি.এস) মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১লা মার্চ ) সারা দিন ব্যাপি উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বাসেদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইঁয়া রিটন, ইঞ্জিনিয়ার মহাম্মদ খাইরুল বাকের , বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, আবু বাসেদ প্রতিষ্ঠাতা ও সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং নির্বাহী পরিচালনা,পাপড়ি। নারায়ণুর ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল সহ প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসরাফ হকেল তত্বাবধানে প্রধান আলোচক হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ খায়রুল বাকের , প্রধান পৃষ্টপোষক মোহাম্মদ কাউসার চেয়ারম্যান নারায়ণপুর ইউ. পি, স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবক সহ প্রমূখ।
এসময় নিপ্পন ভলান্টিয়ার সাপোর্ট (এন.ভি.এস) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের পরিশ্রমের মাধ্যমে কমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
কেউ খেলাধুলায়, কেউ আবৃত্তিতে, কেউ নৃত্যে, কেউ আবার অভিনয়ে।তবে ডিসপ্লে ছিলো মনকারার মতো একটি পারফরম্যান্স। স্কাউটের দলের হাতে পায়ের তালে তালে বিভিন্ন করমের কলা কৌশল ফুটিয়ে তুলে স্কাউট দল।
এসময় মাঠের কানায় কানায় ভরে যায় দর্শক। তাদের উপস্থিতিতে পরিপূর্ণতা পায় এই অনুষ্ঠানের।পরিশেষে সমাপ্ত বক্তব্যের মাঝে শেষ হয় এই সুন্দর মনকাড়া আয়োজন।